Skip to main content

The Christmas রচনা ধর্মীয় উৎসব -যিশু খ্রীষ্টের জন্মদিন

An essay - A Religious Festival, The Christmas

The Christmas

Introduction: The Christmas has a profound significance for the Christians. About two thousand years ago the child Jesus was born in a humble stable in Bethelhem. The Magi were the three wise men of the East. They brought gifts to the Infant Savior. They were led by a star to the stable at Bethelhem where Jesus was born in a manger a trough in which food is laid for horses and cattle. Tradition calls them Melchior, Gasper and Balthazar - three kings of the East. The first man offered gold, the emblem of royalty; the second man, frankincense, in token of divinity and the third, myrrh, as a symbol of death. They introduced the art of giving presents on the eve of the annual celebration of the birth of Jesus Christ. And the custom has taken root in the Christian world.

Ways of celebration : In Bangladesh the Christians constitute a small but an important segment of the overall population, and they celebrate their greatest festival with due solemnity and religious fervour. The programmes of the day are highlighted by holding the Christmas Carols and services in Churches and illumination of private houses. The day is declared a public holiday by the government, and Radio and TV channels put up special programmes on the day. Members of the Christian families decorate Christmas trees. In the city of Dhaka in particular, Christmas services and carols are arranged in different churches including Mary's Cathedral at Kakrail, Holy Cross Church at Laxmi Bazar, and Holy Rosary Church at Tejgaon.

Christ's teaching: The ideals for which Jesus Christ lived and died should be reawakened in all. Like other great men, Jesus Christ came to this world with a message of peace and preached it for good fellow-feeling. With a view to reaching that goal, he made supreme sacrifice. In this strife-torn world, the teaching of Jesus Christ brings new hopes and new aspirations.

Conclusion: Religious feeling is a very sensitive issue. People of all religions should be free to exercise their respective religions. Bangladesh is a secular country. It is also incorporated in our constitution. The state itself encourages people of all religions to follow and perform their respective religions. In addition, the government takes care of the security of all religions.

রচনা : একটি ধর্মীয় উৎসব -যিশু খ্রীষ্টের জন্মদিন পালন

ভূমিকা: প্রিষ্টানদের কাছে খ্রীষ্টের জন্মদিনের সুগভীর তাৎপর্য আছে। প্রায় দুই হাজার বছর আগে শিশু যিশু বেথেলহেমের একটি সাদাসিধে আস্তাবলে জন্মগ্রহণ করেছিলেন। পুরোহিতমণ্ডলী ছিলেন প্রাচ্যের তিনজন জ্ঞানী পুরুষ। তারা শিশু ত্রাণকর্তার কাছে উপহার নিয়ে এসেছিলেন। একটি তারকা বেথেলহেমের আস্তাবলের দিকে তাঁদেরকে পথ দেখিয়েছিল যেখানে যিশু জন্মগ্রহণ করেছিলেন একটি গামলায়, যা কিনা একটি পাত্র - যেটাতে ঘোড়া এবং গবাদি পশুর জন্য খাবার রাখা হয়। ইতিহাস তাদেরকে প্রাচ্যের তিনজন রাজা মেলকিয়র, গাসপার এবং বেলথাজার বলে ডাকে। প্রথম ব্যক্তি স্বর্ণ রাজকীয়তার প্রতীক, দ্বিতীয় ব্যক্তি গুগগুল, দেবত্বের প্রতীক এবং তৃতীয় ব্যক্তি, সুগন্ধিনির্যাস মৃত্যুর প্রতীক প্রদান করে। তারা যীশুর জন্মবার্ষিকী উদযাপনের প্রাক্কালে উপহার প্রদানের রীতি প্রবর্তন করেছিলেন। আর এই রীতিটি খ্রিষ্টান জগতে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে খ্রিস্টানরা মোট জনসংখ্যার ছোটো, কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তারা যথাযথ গাম্ভীর্য ও ধর্মীয় উদ্দীপনা নিয়ে তাদের মহান উৎসব উদযাপন করে। দিনের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে থাকে ক্রিসমাসের স্তুতিমূলক গান এবং গির্জায় সেবাদান এবং ব্যক্তিগত ঘরগুলোতে আলোকসজ্জাকরণ। দিনটি সরকার কর্তৃক ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয় এবং রেডিও ও টেলিভিশন চ্যানেলসমূহ এই দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করে। খ্রিষ্টান পরিবারের সদস্যরা ক্রিসমাস গাছ সাজায়। বিশেষ করে ক্রিসমাস সার্ভিস এবং ক্রিসমাসের স্তুতিসহ গানগুলো ঢাকা শহরে কাকরাইলের মেরিস ক্যাথিড্রাল, লক্ষ্মীবাজারে হলিক্রস গীর্জা ও তেজগাঁও হলি রোজারী গির্জাতে অনুষ্ঠিত হয়।

থ্রিস্টের শিক্ষা : যীশু খ্রীষ্ট যে আদর্শসমূহের জন্য বেঁচেছিলেন এবং মারা গিয়েছিলেন, তা সকলের মধ্যে পুনর্জাগরিত তথ্য উচিত। অন্যান্য মহান ব্যক্তির মতোই, যিশু শান্তির এক বার্তা নিয়ে এই জগতে এসেছিলেন এবং কল্যাণকর সহানুভূতির শিক্ষা দিয়েছেন। সে লক্ষ্যে পৌঁছানোর স্পৃহায় তিনি আত্মাহুতি দিয়েছিলেন। এই দ্বন্দ্ব-সংঘাতময় জগতে, যিশুখ্রিষ্টের শিক্ষা নতুন আশা এবং নতুন আকাঙ্ক্ষা নিয়ে আসে।

উপসংহার: ধর্মীয় অনুভূতি একটি সংবেদনশীল বিষয়। সকল ধর্মের মানুষদের তাদের নিজ নিজ ধর্মপালনের স্বাধীনতা থাকা উচিত। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এটি আমাদের সংবিধানেও অন্তর্ভুক্ত। রাষ্ট্র নিজেই সকল ধর্মের মানুষদের তাদের নিজ নিজ ধর্ম অনুসরণ এবং পালন করতে উৎসাহিত করে। অধিকন্তু সরকার সব ধর্মের নিরাপত্তা বিধানে যত্নবান।

Popular Posts

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...

চার্জ গঠন কাকে বলে চার্জ গঠনের উদ্দেশ্যে ও চার্জে কি কি বিষয় উল্লেখ থাকে

 ভিডিও শর্ট নোটস্ অন ল - চার্জ ও চার্জ গঠন কাকে বলে?  চার্জ গঠনের উদ্দেশ্যে ও চার্জে কি কি বিষয় উল্লেখ থাকে?  কখন বিভিন্ন অপরাধের চার্জ ও বিচার একসাথে করা যায় ও কখন করা যায় না?  ত্রুটিপূর্ণ চার্জ গঠনের ফলাফল কি?  চার্জশিট ব্যাতিত বিচার বৈধ কিনা।  কখন আসামিকে অব্যহতি দেয়া হয়? Video Short Notes on Law.  What is charge and what is framing of charge?  What is the aim of framing of charge?  What things are included in the charge?  When several charges can be framed and tried at the same time and when not possible?  What is the result of faulty charge?  Whether trial is valid without charge sheet.  When the defendant is discharged from guilt. প্রশ্ন: চার্জ (charge) কাকে বলে? উত্তর: ফৌজদারি কার্যবিধির ৪ (১) (সি) ধারা অনুযায়ী-কোন চার্জ একাধিক দফা সম্বলিত হলে সেই দফা সমূহের যে কোন একটি দফা চারজন অন্তর্ভুক্ত হবে। (Charge includes any head of charge when the charge contains more its than one.) অন্যভাবে বলা যায় -কোন অপরাধীকে...