- Get link
- X
- Other Apps
  Of Cheating প্রতারণা বিষয়ক ধারা ৪১৫ প্রতারণা কোন লােক যদি, কোন লােককে ছলনা করে প্রবঞ্চনামূলকভাবে বা অসাধুভাবে ছলনা দিয়ে কোন লােকের কাছে কোন সম্পত্তি সমর্পণ করতে বা কোন লােকের কোন সম্পত্তি সংরক্ষণের সম্পর্কে সম্মতি দান করতে প্ররােচিত করে, বা ইচ্ছাকৃতভাবে এরূপ ছলনা দেয় লােককে এরূপ কোন কার্য করতে বা এটা করা হতে বিরত থাকতে প্রবৃত্ত করে যে, সে কার্য অনুরূপভাবে ছলনা দেয় না হলে করিত না বা এটা করা হতে বিরত থাকিত না বরং যে কার্য বা বিরতি ঐ লােকের দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করে বা করার আশংকা রয়েছে, তা হলে সে লােক প্রতারণা করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যাঃ অসাধুভাবে তথ্য গােপনকরণ এই ধারার তাৎপর্যধীনে ছলনা বলে পরিগণিত হবে। উদাহরণ প্রতারণা ক) ক সিভিল সার্ভিসের সদস্য বলে মিথ্যাভাবে ভান করে ইচ্ছাকৃতভাবে গ-কে বঞ্চনা করে ও এরূপ তাকে ধারে মাল দেওয়ার জন্য গ-কে অসাধুভাবে প্ররােচিত করে। তার ঐ মালের মূল্য প্রদানের অভিপ্রায় নেই। ক প্রতারণা করেছে। খ) ক একটি দ্রব্যে নকল মার্কা দিয়ে ইচ্ছাকৃতভাবে গ-কে ফাঁকি দেয় যেন সে এই দ্রব্য কোন বিশেষ বিখ্যাত প্রস্তুতকারক দ্বারা তৈরী বলে ব...