Skip to main content

Posts

Showing posts with the label ধারা ৭৫ দেওয়ানী মামলায় কমিশন নিয়োগ সংক্রান্ত বিধি

Featured post

ধারা ৭৫ দেওয়ানী মামলায় কমিশন নিয়োগ সংক্রান্ত বিধি

Section 75 Incidental Procedings - Comissions Civil Procedural Law ধারা ৭৫ আনুষঙ্গিক কার্যক্রম কমিশন নিয়োগ - দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৭৫। আদালতের কমিশন নিয়ােগে ক্ষমতা নির্ধারিত শর্তাবলি ও সীমাসাপেক্ষে আদালত কমিশন নিয়ােগ করতে পারবেন ক) কোন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য; খ) স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য; গ) হিসাব পরীক্ষা ও সমন্বয় করতে; অথবা ঘ) বাটোয়ারা করার জন্য। ৭৫ ধারার বিশ্লেষণ আদালত যে সকল বিভিন্ন কাজে কমিশন নিয়ােগ করেতে পারে- আদালত যে সকল বিভিন্ন কাজে কমিশন নিয়ােগ করতে পারেন, সে সম্পর্কে ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধির ৭৫ ধারায় সুস্পষ্টভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, নির্ধারিত শর্তাবলি ও সীমাবদ্ধতা সাপেক্ষে আদলত নিম্নলিখিত উদ্দেশ্য সাধনের জন্যে কমিশন প্রেরণ করতে পারবেন। যেমন: (১) কোন ব্যক্তির জবানবন্দী গ্রহণের জন্য । (২) স্থানীয়ভাবে তদন্ত করার জন্য । (৩) হিসাব পরীক্ষা বা সংশােধনের জন্য ; এবং (8) সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা করার জন্য । ধারা ৭৭। অনুরােধপত্র Letter of Request আদালত কমিশন প্রেরণ করার বিপরীতে অনুরােধ পত্র প্রেরণ করতে পারেন। ধারা ৭৮। ...