Skip to main content

Posts

Showing posts with the label ঘোষণামূলক ডিক্রি ঘোষণামূলক মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইন

Featured post

SSC English First Paper Unit-2 Lesson-3 Mans and Climate

ঘোষণামূলক ডিক্রি ঘোষণামূলক মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইন

 Chapter Six - of Declaratory Decrees অধ্যায় ছয় -ঘোষণামূলক ডিক্রি সম্বন্ধীয় ব্যাপারে ধারা ৪২ মর্যাদা কিংবা অধিকার ঘােষণা সম্পর্কে আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা আইনানুগ পরিচয় বা কোন সম্পত্তির স্বত্বের অধিকারী কোন ব্যক্তি এমন যেকোন ব্যক্তির বিরুদ্ধে মােকদ্দমা দায়ের করতে পারে যে, তেমন মর্যাদা বা অধিকারের ব্যাপারে তার স্বত্ব অস্বীকৃতি জ্ঞাপন করেছে বা অস্বীকৃতি জ্ঞাপন করতে ইচ্ছা প্রকাশ করেছে; এবং আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে ঘােষণা করতে পারেন যে, তার তেমন অধিকার রয়েছে এবং তেমন মােকদ্দমায় আরও কোন প্রতিকার দাবি করা বাদীর জন্য আবশ্যক নয়। এরূপ ঘােষণার পথে প্রতিবন্ধকতা শর্ত থাকে যে, যেক্ষেত্রে দাবি কেবল স্বত্বের ঘােষণা ছাড়া আরও প্রতিকার দাবি করতে সমর্থ, কিন্তু তা করা হতে বিরত থাকে, সেক্ষেত্রে আদালত তেমন ঘােষণা প্রদান করবেন না। ব্যাখ্যা—একটি সম্পত্তির জিম্মাদার এমন একটি স্বত্ব অস্বীকার করতে আগ্রহী ব্যক্তি যে জীবিত নয় এমন এক ব্যক্তির স্বত্বের প্রতিকূল এবং সে জীবিত থাকলে সে তার জন্য একজন জম্মাদার হত। উদাহরণ - মর্যাদা কিংবা অধিকার ঘােষণা ক) ‘ক’ বৈধভাবে একটি জমি দখল করেছে। পার্শ্ববর্তী ...