Skip to main content

Paragraph -Admission in Universities of Bangladesh প্যারাগ্রাফ- বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি

Paragraph -Admission in Universities of Bangladesh প্যারাগ্রাফ- বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি

Paragraph -Admission in Universities of Bangladesh

Every student wants to get admitted in universities after passing the H.S.C exam. Everyone has a strong desire to touch their aims. For this they have to work hard. Because admission now-a-days has become very competitive and tough. The number of universities in our country is very limited in comparison with the increasing number of students. The university authorities set minimum marks or grade points average (GPA) as minimum qualification to sit for admission test. The students have to collect forms from the universities and after this, they have to appear at the admission test. For this, students have to prepare well. Because the questions set in admission test are very difficult. Students have to prepare on every branch of knowledge along with their HSC curriculum. Students have to have deep knowledge on current affairs. Taking this weakness and need of the applicants, there spring numerous coaching centers. These centers are really playing great roles for the students though they think more about money earning matter. However, admission test appears as a fearful matter to the students. All the students are not qualified in the public universities. Those who are the luckiest only qualify. Those fail in public universities take the chance at private universities. In fact, we have to increase our seats in universities so that after appearing at the admission tests, all students can get the scope of higher education.  

প্যারাগ্রাফ- বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি

উচ্চ মাধ্যমিক পাস করার পর প্রতিটি ছাত্র চায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। প্রত্যেকের দৃঢ় আকাঙ্ক্ষা আছে তাদের লক্ষ্য স্পর্শ করা। এজন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। কারণ আজকাল ভর্তি খুব প্রতিযোগিতামূলক ও কঠিন হয়েছে। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, বর্ধিত ছাত্রছাত্রীর সংখ্যার তুলনায় খুব সীমিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতার জন্য ন্যূনতম নম্বর বা গ্রেড পয়েন্ট ধার্য করেছেন। ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় থেকে ফরম সংগ্রহ করতে হবে এবং এরপর তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এজন্য ছাত্রছাত্রীদের ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ ভর্তি পরীক্ষায় যে প্রশ্ন সন্নিবেশ করা হয়, তা খুব কঠিন। ছাত্রছাত্রীদের তাদের উচ্চমাধ্যমিকের পাঠক্রমের সাথে জ্ঞানের প্রতিটি শাখায় প্রস্তুতি গ্রহণ করতে হবে। চলতি ঘটনাবলির উপর ছাত্রছাত্রীদের গভীর জ্ঞান থাকতে হবে। আবেদনকারীদের দুর্বলতা ও চাহিদাকে পুঁজি করে অসংখ্য কোচিং সেন্টার উদ্ধৃত হয়েছে। এসব কোচিং সেন্টার সত্যিকারভাবে ছাত্রদের জন্য বিরাট ভূমিকা পালন করছে যদিও তারা অধিক টাকা রোজগারের কথা ভাবছে। যাহোক, ভর্তি পরীক্ষা ছাত্রছাত্রীদের কাছে ভীতিকর বিষয় বলে মনে হয়। সব ছাত্র সরকারি বিশ্ববিদ্যালয়ের যোগ্য নয়। যারা ভাগ্যবান, শুধু তারাই যোগ্যতা অর্জন করে। যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে অকৃতকার্য হয়, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ গ্রহণ করে। বস্তুত, আমাদের বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করতে হবে যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পর, সব ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার সুযোগ পায়।

Popular Posts

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...

চার্জ গঠন কাকে বলে চার্জ গঠনের উদ্দেশ্যে ও চার্জে কি কি বিষয় উল্লেখ থাকে

 ভিডিও শর্ট নোটস্ অন ল - চার্জ ও চার্জ গঠন কাকে বলে?  চার্জ গঠনের উদ্দেশ্যে ও চার্জে কি কি বিষয় উল্লেখ থাকে?  কখন বিভিন্ন অপরাধের চার্জ ও বিচার একসাথে করা যায় ও কখন করা যায় না?  ত্রুটিপূর্ণ চার্জ গঠনের ফলাফল কি?  চার্জশিট ব্যাতিত বিচার বৈধ কিনা।  কখন আসামিকে অব্যহতি দেয়া হয়? Video Short Notes on Law.  What is charge and what is framing of charge?  What is the aim of framing of charge?  What things are included in the charge?  When several charges can be framed and tried at the same time and when not possible?  What is the result of faulty charge?  Whether trial is valid without charge sheet.  When the defendant is discharged from guilt. প্রশ্ন: চার্জ (charge) কাকে বলে? উত্তর: ফৌজদারি কার্যবিধির ৪ (১) (সি) ধারা অনুযায়ী-কোন চার্জ একাধিক দফা সম্বলিত হলে সেই দফা সমূহের যে কোন একটি দফা চারজন অন্তর্ভুক্ত হবে। (Charge includes any head of charge when the charge contains more its than one.) অন্যভাবে বলা যায় -কোন অপরাধীকে...