Skip to main content

Posts

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। পরীক্ষা ২৮ জুন ২০২৫। প্রশ্ন নং ১০ এর ক ও খ

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। পরীক্ষা ২৮ জুন ২০২৫। প্রশ্ন নং ১০ এর ক ও খ। ১০। ক) The Limitation Act, 1908 এর বিলম্ব মওকুফ সংক্রান্ত ৫ ধারার পরিধি আলোচনা করুন। বিলম্ব মওকুফের যথাযথ কারণসমূহ কী?   ১০। খ) বিশেষ আইনসমূহের ক্ষেত্রে The Limitation Act, 1908 এর ৫ ধারার প্রয়োগ সম্পর্কে আলোকপাত করুন। টাকার মোকদ্দমায় Y এর বিরুদ্ধে গত ১০/৫/২০২৫ তারিখ সহকারী জজ রায় ও ডিক্রি প্রদান করেন এবং সে মোতাবেক গত ১৫/৫/২০২৫ তারিখ ডিক্রি প্রস্তুত হয়। Y গত ২২/৫/২০২৫ তারিখ রায় ও ডিক্রির প্রত্যয়িত অনুলিপি প্রাপ্ত হয়। জেলা জজের নিকট সর্বশেষ কত তারিখ পর্যন্ত আপিল দায়ের করা যাবে তা জানার জন্য Y ২৮/৫/২০২৫ তারিখ আপনার নিকট পরামর্শের জন্য আসে। The Limitation Act, 1908 এর সংশ্লিষ্ট বিধানসমূহ উল্লেখে Y কে আপনার পরামর্শ প্রদান করুন। ১০ নং প্রশ্নের উত্তর (ক)  The Limitation Act, 1908 এর বিলম্ব মওকুফ সংক্রান্ত ৫ ধারার পরিধি এবং বিলম্ব মওকুফের যথাযথ কারণসমূহ নিম্নরূপ: The Limitation Act, 1908 এর ৫ ধারার পরিধি (Scope of Section 5 of The Limitation Act, 1908) The Limitation Act, 1908 (তা...

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান। পরীক্ষা ২৮ জুন ২০২৫। প্রশ্ন নং ৯ ক ও খ

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান। পরীক্ষা ২৮ জুন ২০২৫। প্রশ্ন নং ৯ ক ও খ ৯। ক) Oral Evidence must be direct' – The Evidence Act, 1872 এর ধারা ৬০ অনুযায়ী বিধানটি আলোচনা করুন।  ৯। খ)  X কে বিষ প্রয়োগে হত্যার দায়ে Y অভিযুক্ত হয়। মামলা চলাকালে সাক্ষ্য প্রদান করা হয় যে, X কে যে বিষ প্রয়োগে হত্যা করা হয়, তার অনুরূপ বিষ X এর মৃত্যুর পূর্বে Y সংগ্রহ করেছিল। আপনি কি মনে করেন Y কর্তৃক অনুরূপ বিষ সংগ্রহ কোনোভাবে এই মামলায় প্রাসঙ্গিক? The Evidence Act, 1872 এর উপযুক্ত ধারা উল্লেখে উত্তর দিন। ৯ নং প্রশ্নের উত্তর (ক) ধারা ৬০ অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। এর অর্থ হলো, কোনো ঘটনার মৌখিক সাক্ষ্য প্রদান করতে হলে সেই সাক্ষ্য অবশ্যই সরাসরি অভিজ্ঞতা থেকে আসতে হবে। এটি শোনা কথা বা পরোক্ষ সাক্ষ্য (Hearsay Evidence) হিসেবে গ্রহণযোগ্য নয়। মৌখিক সাক্ষ্য কখন প্রত্যক্ষ হবে? ধারা ৬০-এর বিধান অনুযায়ী, মৌখিক সাক্ষ্যকে নিম্নলিখিত বিষয়গুলোর ক্ষেত্রে প্রত্যক্ষ বলে গণ্য করা হয়:  * যদি কোনো ঘটনা চোখে দেখা যায়: যে ব্যক্তি ঘটনাটি স্বচক্ষে দেখেছেন, তিনি সরাসরি সেই ঘটনার ...

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। পরীক্ষা ২৮ জুন ২০২৫। প্রশ্ন নং ৮ এর ক ও খ

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। পরীক্ষা ২৮ জুন ২০২৫। প্রশ্ন নং ৮ এর ক ও খ। ৮। ক) "Once a tenant is always a tenant and once a licensee is always a licensee" - The Evidence Act, 1872 এর ধারা ১১৫ ও ১১৬ এর আলোকে নীতিটি ব্যাখ্যা করুন।   ৮। খ) C কে হত্যার দায়ে B অভিযুক্ত হয়। B দাবি করে মানসিক অপ্রকৃতিস্থতার কারণে সে তার কৃতকার্যের প্রকৃতি সম্পর্কে জ্ঞাত ছিলনা। The Evidence Act, 1872 এর প্রাসঙ্গিক ধারা (সমূহ) উল্লেখে মানসিক অপ্রকৃতিস্থতা প্রমাণে B এর কোনো দায়িত্ব আছে কিনা আলোচনা করুন।  ৮ নং প্রশ্ন উত্তর (ক) ৮। ক) "একবার ভাড়াটিয়া সর্বদা ভাড়াটিয়া এবং একবার লাইসেন্সধারী সর্বদা লাইসেন্সধারী" এই উক্তিটি আইনগত নীতির "এস্টোপেল" (Estoppel) একটি গুরুত্বপূর্ণ দিককে নির্দেশ করে, যা বিশেষত বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সম্পর্ক এবং লাইসেন্সদাতা ও লাইসেন্সধারীর সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। এই নীতিটি The Evidence Act, 1872 এর ধারা ১১৫ এবং ১১৬-এ বিধিবদ্ধ করা হয়েছে। ধারা ১১৫: এস্টোপেল (Estoppel) ধারা ১১৫ "প্রতিনিধিত্ব দ্বারা এস্টোপেল" (Estoppel by re...

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। পরীক্ষা ২৮ জুন ২০২৫। প্রশ্ন ৭ নং ক ও খ

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। পরীক্ষা ২৮ জুন ২০২৫। প্রশ্ন ৭ নং ক ও খ ৭। ক) নিম্নলিখিত ৪টি বিষয়ের উপর সংক্ষিপ্ত টিকা লিখুন-   ক) দুষ্কর্মে সহায়তা;   ঘ) অনিষ্টসাধন;   খ) চোরাই মাল;   গ) মিথ্যা পরিচয় দানের মাধ্যমে প্রতারণা;  ঙ) মিথ্যা দলিল প্রণয়ন;  চ) রাষ্ট্রদ্রোহীতা। প্রবলেমেটিক প্রশ্ন ৭।  খ) নির্বাচনী প্রচারণায় গুজব ছড়ানোর দায়ে X কে ভয় দেখানোর উদ্দেশ্যে A, B, C, D ও E একত্রে X এর বাড়ির সামনে লাঠি ও  লোহার রডসহ জড়ো হয়। B, X এর বাড়ির মূল ফটক ভেঙ্গে ফেলে এবং ৫ জনই বাড়ির ভেতরে প্রবেশ করে। তখন X বাড়িতে না থাকায় তার ছোট ভাই Y বের হয়ে এসে প্রতিবাদ করে। বাকবিতন্ডার এক পর্যায়ে A উত্তেজনাবশত, Y এর মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে Y এর মৃত্যু হয়। বাকি চারজন এ ঘটনা দেখে হতবাক হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। The Penal Code, 1860 এর সংশ্লিষ্ট বিধানের আলোকে A, B, C, D ও E এর দায় আলোচনা করুন। সংক্ষিপ্ত টিকার উত্তর ক) দুষ্কর্মে সহায়তা (Abetment) দুষ্কর্মে সহায়তা বলতে বোঝায় কোনো অপরাধ সংঘটনে সাহায্য করা, প্র...

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। ২৮ জুন ২০২৫ প্রশ্ন নং ৬ এর ক খ ও গ

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। ২৮ জুন ২০২৫ প্রশ্ন নং ৬ এর ক খ ও গ ৬. ক) The Penal Code, 1860 অনুসারে 'মিথ্যা সাক্ষ্যদান' এবং 'মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা' এর মধ্যে পার্থক্য লিখুন।  ৬. খ) X তার প্রতিবেশী Y কে আঘাত করে এবং এতে Y খুব উত্তেজিত হয় এবং ক্রোধে উদ্দীপ্ত হয়ে যায়। Z একজন দর্শক হয়ে Y এর ক্রোধের সুবিধা গ্রহণ করে এবং তার মাধ্যমে X কে হত্যা করানোর উদ্দেশ্যে Y এর হাতে একটি পিস্তল দেয়। Y উক্ত পিস্তল দিয়ে গুলি করে X কে হত্যা করে। The Penal Code, 1860 এর সংশ্লিষ্ট বিধানের আলোকে Y ও Z এর দায় নিরূপণ  করুন।   ৬. গ) A বিষ প্রয়োগ করে B কে হত্যা করার উদ্দেশ্যে বিষ ক্রয় করে এবং উহা খাবারে মিশ্রিত করে। পরবর্তীতে B এর টেবিলে পরিবেশন করার জন্য A উক্ত খাবার B এর কর্মচারী C কে দেয়। B উক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেও তাৎক্ষনিক চিকিৎসা গ্রহণের কারণে তার মৃত্যু হয়নি। The Penal Code, 1860 এর সংশ্লিষ্ট বিধান অনুসারে A ও C এর দায় নির্ধারণ করুন। ৬. ক) মিথ্যা সাক্ষ্যদান এবং মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার মধ্যে পার্থক্য দণ্ডবিধি, ১৮৬০ অনুসারে মিথ্যা সাক্ষ্যদান (Gi...