- Get link
- X
- Other Apps
আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রস্তুতি পরীক্ষা: ২৩ ডিসেম্বর ২০২৩ উপর আলোচনা আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রস্তুতি। বিগত বছরের বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। পরীক্ষা: ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার। প্রশ্ন নং ৭ এর ক ও খ ৭। ক) The Penal Code, 1860 অনুসারে নিম্নবর্ণিত বিষয়সমূহের মধ্যে পার্থক্য লিখুনঃ i) গুরুতর আঘাত ও আঘাত; ii) সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্য; iii) মনুষ্যহরণ ও অপহরণ: iv) অবৈধ বাধা ও অবৈধ অবরোধ। ৭। খ) X মৃত্যু হবে জেনেও Y এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছোঁড়েন। কিন্তু ঐ গুলিতে Z এর মৃত্যু হয়। X এক্ষেত্রে The Penal Code, 1860 এর কোন ধারার অধীনে অপরাধ করেছেন? ব্যাখ্যা করুন। ৭। ক) i) গুরুতর আঘাত ও আঘাত (Grievous Hurt and Hurt): আঘাত (Hurt - ধারা ৩১৯): যখন কোনো ব্যক্তি স্বেচ্ছায় অন্য কোনো ব্যক্তির শারীরিক কষ্ট, অসুস্থতা বা দুর্বলতা ঘটায়, তখন তাকে 'আঘাত' বলে। এটি সাধারণত কম গুরুতর প্রকৃতির আঘাতকে বোঝায়, যেমন ছোটখাটো আঘাত, ফুসকুড়ি, বা সামান্য ব্যাথা। গুরুতর আঘাত (Grievo...