Skip to main content

Posts

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। পরীক্ষা ২৮ জুন ২০২৫। প্রশ্ন নং ৮ এর ক ও খ

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। পরীক্ষা ২৮ জুন ২০২৫। প্রশ্ন নং ৮ এর ক ও খ। ৮। ক) "Once a tenant is always a tenant and once a licensee is always a licensee" - The Evidence Act, 1872 এর ধারা ১১৫ ও ১১৬ এর আলোকে নীতিটি ব্যাখ্যা করুন।   ৮। খ) C কে হত্যার দায়ে B অভিযুক্ত হয়। B দাবি করে মানসিক অপ্রকৃতিস্থতার কারণে সে তার কৃতকার্যের প্রকৃতি সম্পর্কে জ্ঞাত ছিলনা। The Evidence Act, 1872 এর প্রাসঙ্গিক ধারা (সমূহ) উল্লেখে মানসিক অপ্রকৃতিস্থতা প্রমাণে B এর কোনো দায়িত্ব আছে কিনা আলোচনা করুন।  ৮ নং প্রশ্ন উত্তর (ক) ৮। ক) "একবার ভাড়াটিয়া সর্বদা ভাড়াটিয়া এবং একবার লাইসেন্সধারী সর্বদা লাইসেন্সধারী" এই উক্তিটি আইনগত নীতির "এস্টোপেল" (Estoppel) একটি গুরুত্বপূর্ণ দিককে নির্দেশ করে, যা বিশেষত বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সম্পর্ক এবং লাইসেন্সদাতা ও লাইসেন্সধারীর সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। এই নীতিটি The Evidence Act, 1872 এর ধারা ১১৫ এবং ১১৬-এ বিধিবদ্ধ করা হয়েছে। ধারা ১১৫: এস্টোপেল (Estoppel) ধারা ১১৫ "প্রতিনিধিত্ব দ্বারা এস্টোপেল" (Estoppel by re...

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। পরীক্ষা ২৮ জুন ২০২৫। প্রশ্ন ৭ নং ক ও খ

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। পরীক্ষা ২৮ জুন ২০২৫। প্রশ্ন ৭ নং ক ও খ ৭। ক) নিম্নলিখিত ৪টি বিষয়ের উপর সংক্ষিপ্ত টিকা লিখুন-   ক) দুষ্কর্মে সহায়তা;   ঘ) অনিষ্টসাধন;   খ) চোরাই মাল;   গ) মিথ্যা পরিচয় দানের মাধ্যমে প্রতারণা;  ঙ) মিথ্যা দলিল প্রণয়ন;  চ) রাষ্ট্রদ্রোহীতা। প্রবলেমেটিক প্রশ্ন ৭।  খ) নির্বাচনী প্রচারণায় গুজব ছড়ানোর দায়ে X কে ভয় দেখানোর উদ্দেশ্যে A, B, C, D ও E একত্রে X এর বাড়ির সামনে লাঠি ও  লোহার রডসহ জড়ো হয়। B, X এর বাড়ির মূল ফটক ভেঙ্গে ফেলে এবং ৫ জনই বাড়ির ভেতরে প্রবেশ করে। তখন X বাড়িতে না থাকায় তার ছোট ভাই Y বের হয়ে এসে প্রতিবাদ করে। বাকবিতন্ডার এক পর্যায়ে A উত্তেজনাবশত, Y এর মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে Y এর মৃত্যু হয়। বাকি চারজন এ ঘটনা দেখে হতবাক হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। The Penal Code, 1860 এর সংশ্লিষ্ট বিধানের আলোকে A, B, C, D ও E এর দায় আলোচনা করুন। সংক্ষিপ্ত টিকার উত্তর ক) দুষ্কর্মে সহায়তা (Abetment) দুষ্কর্মে সহায়তা বলতে বোঝায় কোনো অপরাধ সংঘটনে সাহায্য করা, প্র...

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। ২৮ জুন ২০২৫ প্রশ্ন নং ৬ এর ক খ ও গ

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। ২৮ জুন ২০২৫ প্রশ্ন নং ৬ এর ক খ ও গ ৬. ক) The Penal Code, 1860 অনুসারে 'মিথ্যা সাক্ষ্যদান' এবং 'মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা' এর মধ্যে পার্থক্য লিখুন।  ৬. খ) X তার প্রতিবেশী Y কে আঘাত করে এবং এতে Y খুব উত্তেজিত হয় এবং ক্রোধে উদ্দীপ্ত হয়ে যায়। Z একজন দর্শক হয়ে Y এর ক্রোধের সুবিধা গ্রহণ করে এবং তার মাধ্যমে X কে হত্যা করানোর উদ্দেশ্যে Y এর হাতে একটি পিস্তল দেয়। Y উক্ত পিস্তল দিয়ে গুলি করে X কে হত্যা করে। The Penal Code, 1860 এর সংশ্লিষ্ট বিধানের আলোকে Y ও Z এর দায় নিরূপণ  করুন।   ৬. গ) A বিষ প্রয়োগ করে B কে হত্যা করার উদ্দেশ্যে বিষ ক্রয় করে এবং উহা খাবারে মিশ্রিত করে। পরবর্তীতে B এর টেবিলে পরিবেশন করার জন্য A উক্ত খাবার B এর কর্মচারী C কে দেয়। B উক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেও তাৎক্ষনিক চিকিৎসা গ্রহণের কারণে তার মৃত্যু হয়নি। The Penal Code, 1860 এর সংশ্লিষ্ট বিধান অনুসারে A ও C এর দায় নির্ধারণ করুন। ৬. ক) মিথ্যা সাক্ষ্যদান এবং মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার মধ্যে পার্থক্য দণ্ডবিধি, ১৮৬০ অনুসারে মিথ্যা সাক্ষ্যদান (Gi...

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান ২৮ জুন ২০২৫ প্রশ্ন ৫ ক ও খ

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান ২৮ জুন ২০২৫ প্রশ্ন নং ৫ ক ও খ ৫. ক) The Code of Criminal Procedure, 1898 এর অধীনে কোন কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না? বর্ণনা করুন ।  ৫. খ) Y এর আয়কর পরিশোধের জন্য আয়কর আইনজীবী X টাকা গ্রহণ করেন। পরবর্তীতে X উক্ত টাকা আত্মসাৎ করে। Y দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারার অধীনে একটি নালিশী দরখাস্ত দায়ের করেন। The Code of Criminal Procedure, 1898 এর 241A ধারার অধীনে শুনানীকালে অভিযুক্ত X নালিশকারীর আয়কর পরিশোধ করা হয়েছে মর্মে একটি অডিট রিপোর্ট দাখিল করে। এই রিপোর্ট পর্যালোচনা করে বিচারিক ম্যাজিস্ট্রেট অভিযুক্ত X কে অব্যাহতি প্রদান করে। নালিশকারীর পক্ষে একটি রিভিশন দরখাস্ত প্রস্তুত করুন। ৪.ক) The Code of Criminal Procedure, 1898 এর অধীনে কোন কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না? বর্ণনা করুন। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (The Code of Criminal Procedure, 1898) কিছু নির্দিষ্ট দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের অধিকার সীমিত করেছে বা বাতিল করেছে। এর মূল উদ্দেশ্য হলো তুচ্ছ মামলা এবং যেসকল ক্ষেত্রে আপিলের প্রয়োজন নেই বলে আইন মনে করে, সেগুলোর বিচার দ্রুত সম্পন্ন করা...

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষা ২৮ জুন ২০২৫ প্রশ্ন নং ৪ ক ও খ

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষা ২৮ জুন ২০২৫ প্রশ্ন নং ৪ ক ও খ ৪.ক) FIR, GD Entry এবং UD মামলার মধ্যে পার্থক্য নিরূপন করুন। কখন একটি UD মামলা FIR এ রুপান্তরিত হয়?   ৪.খ) P এর মৃতদেহ তার শয়নকক্ষে পাওয়া যায়। P এর কয়েকজন আত্মীয় FIR দায়ের করে উল্লেখ করে যে P কে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতিকারী জানালার বাইরে থেকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছে। পুলিশ তদন্তকালে উদঘাটন করে যে P এর আত্মীয়রাই তাকে হত্যা করেছে। পুলিশ পৃথক FIR দায়ের করে। এমতাবস্থায় ২য় FIR টি নতুন FIR নাকি The Code of Criminal Procedure, 1898 এর অধীনে ১৬১ ধারার জবানবন্দী হিসেবে বিবেচিত হবে সে মর্মে প্রাসঙ্গিক আইন উল্লেখে উত্তর দিন। ৪.ক) FIR, GD (General Diary) Entry, এবং UD (Unnatural Death) মামলার মধ্যে পার্থক্য: বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় FIR (First Information Report), GD (General Diary) Entry, এবং UD (Unnatural Death) মামলা — এই তিনটি ধারণা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়। এদের মূল পার্থক্য নিচে তুলে ধরা হলো:  * FIR (First Information Report - এজাহার):    * উদ্দে...